SAMSUNG GALUXY S10 এলো নতুন ডিজাইন ও আরও বেশি ক্যামেরা নিয়ে

SAMSUNG GALUXY S10

শেষ পর্যন্ত উন্মুক্ত হল Samsung Galuxy S10 সিরিজ। ২০১৯ সালের অন্যতম কাঙ্ক্ষিত এন্ড্রয়েড ফ্ল্যাগশিপ হিসেবে Galuxy S10 স্মার্টফোনের প্রতি প্রযুক্তি বিশ্বের আগ্রহ ছিল সীমাহীন। প্রায় একই দিনে শাওমি তাদের মি ৯ ফ্ল্যাগশিপ ফোন রিলিজ দিলেও স্যামসাং ঠিকই স্টেজের দখল নিতে সক্ষম হয়। ২০ ফেব্র্রুয়ারি Galuxy S10 সিরিজের ৪টি এবং গ্যালাক্সি ফোল্ড নামের একটি ফোল্ডিং ফোন, মোট ৫টি স্মার্টফোন ঘোষণা করে স্যামসাং।
Galuxy S10 ও Galuxy S10 plus হচ্ছে এই সিরিজের প্রধান আকর্ষণ। আরও আছে একটু ছোট আকারের Galuxy S10E। এছাড়া আছে Galuxy S10 5G, যা এই বছরের প্রথমার্ধের মধ্যে কোনো এক সময় বাজারে আসবে।এবার
চলুন জেনে নেওয়া যাক কী থাকছে Samsung Galuxy S10 ফোনেটিতে।

Samsung Galuxy S10

 Specification

  • স্ক্রিনঃ ৬.১ ইঞ্চি (১৪৪০ x ৩০৪০পি, ৫৫০ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), ডাইন্যামিক অ্যামোলেড, গরিলা গ্লাস ৬ প্রটেকশন।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫/এক্সাইনস ৯৮২০ (অঞ্চলভেদে)
  • র‍্যামঃ ৮জিবি।
  • স্টোরেজঃ  ১২৮/৫১২ জিবি। ডুয়াল সিম মডেলে হাইব্রিড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ১২ + ১৬ মেগাপিক্সেল মিলিয়ে মোট ৩টি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৩৪০০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস চার্জ শেয়ারিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, স্যামসাং ওয়ান ইউআই স্কিন।
  • সিমঃ সিঙ্গেল/ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ স্ক্রিনের মধ্যে (অন-স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ম্যাটেরিয়ালঃ বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। সামনে পেছনে গরিলা গ্লাস ৬ প্রোটেকশন।
  • ওজনঃ ১৫৭ গ্রামের মত, পুরুত্ব ৭.৮ মিলিমিটার।
  • দাম শুরুঃ ৯০০ ডলার থেকে।

SAMSUNG GALUXY S10 Plus

Specifications

  • স্ক্রিনঃ ৬.৪ ইঞ্চি (১৪৪০ x ৩০৪০পি, ৫২২ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), ডাইন্যামিক অ্যামোলেড, গরিলা গ্লাস ৬ প্রটেকশন।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫/এক্সাইনস ৯৮২০ (অঞ্চলভেদে)
  • র‍্যামঃ ৮/১২জিবি।
  • স্টোরেজঃ  ১২৮/৫১২ জিবি এবং ১ টেরাবাইট। ডুয়াল সিম মডেলে হাইব্রিড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ১২ + ১৬ মেগাপিক্সেল মিলিয়ে মোট ৩টি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ১০ + ৮ মেগাপিক্সেল মিলিয়ে মোট ২টি ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৪১০০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস চার্জ শেয়ারিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, স্যামসাং ওয়ান ইউআই স্কিন।
  • সিমঃ সিঙ্গেল/ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ স্ক্রিনের মধ্যে (অন-স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ম্যাটেরিয়ালঃ বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। সামনে পেছনে গরিলা গ্লাস ৬ প্রোটেকশন।
  • ওজনঃ ১৭৫ গ্রামের মত, পুরুত্ব ৭.৮ মিলিমিটার।
  • দাম শুরুঃ ১০০০ ডলার থেকে।

SAMSUNG GALUXY S10E Specifications


  • স্ক্রিনঃ ৫.৮ ইঞ্চি (১০৮০ x ২২৮০পি, ৪৩৮ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), ডাইন্যামিক অ্যামোলেড, গরিলা গ্লাস প্রটেকশন।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫/এক্সাইনস ৯৮২০ (অঞ্চলভেদে)
  • র‍্যামঃ ৬/৮জিবি।
  • স্টোরেজঃ  ১২৮/২৫৬ জিবি। ডুয়াল সিম মডেলে হাইব্রিড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ১৬ মেগাপিক্সেল মিলিয়ে মোট ২টি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৩১০০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস চার্জ শেয়ারিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, স্যামসাং ওয়ান ইউআই স্কিন।
  • সিমঃ সিঙ্গেল/ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ম্যাটেরিয়ালঃ বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। সামনে পেছনে গরিলা গ্লাস প্রোটেকশন।
  • ওজনঃ ১৫০ গ্রামের মত, পুরুত্ব ৭.৯ মিলিমিটার।
  • দাম শুরুঃ ৭৫০ ডলার থেকে।
গ্যালাক্সি এস১০ ৫জি হবে লিমিটেড এডিশনের। এর স্ক্রিন সাইজ হবে ৬.৭ ইঞ্চি।

পেছনে ৪টি ক্যামেরা থাকবে, সামনে দুটি। ৪৫০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে ২৫৬জিবি স্টোরেজ পাবেন। র‍্যাম ৮ জিবি।
বলাই বাহুল্য, এটি হবে ৫জি নেটওয়ার্কের জন্য স্পেশাল ফোন, তবে অন্য নেটওয়ার্কেও চলবে। এর দাম এখনও জানায়নি স্যামসাং।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.