পুরাতন কম্পিউটার কেনার কথা ভাবছেন আগে এই পোস্টটি পড়ুন

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি যে সফটওয়্যারটি সম্পর্কে বলব তা খুবই প্রয়োজনীয়।  বিশেষত যারা পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কিনবেন তাদের জন্য। সফটওয়্যারটির নাম হচ্চে CPUZ  সফটওয়্যারটির ডাউনলোড করতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন। এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি পোস্টে কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
BD Technology Tutorial

এটির মাধ্যমে একটি কম্পিউটার সকল তথ্য যানা যাবে। যেমন কম্পিউটারটিতে কোন ব্যান্ডের মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে, কত জিবি র‍্যাম , কোন ব্যান্ডের  র‍্যাম,  বাস স্পিড, প্রসেসরের স্পিড, মডেল, প্রসেসরে কি ধরনের টেকনোলজি ব্যবহৃত হয়েছে, প্রসেসরের কোর ও থ্রেড কয়টি এরকম প্রায় সকল তথ্যই এটির মাধ্যমে জানা যায়। তাই যখন কেও পুরাতন কম্পিউটার কিনতে যাবে তখন এই সফটওয়্যারটির মাধ্যমে সকল কিছু ঠিক আছে কিনা যাচাই করে নিতে পারবে। এটি ডাউনলোড করতে টিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.