ফেসবুকের কাছে ১৯৫ একাউন্টের তথ্য চেয়েছে সরকার কিন্তু কেন?

BD Technology Tutorial
বাংলাদেশ সরকার ফেসবুক কতৃপক্ষের কাছে বিভিন্ন একাউন্টের তথ্য চাওয়ার অনুরোধের সংখ্যা ‍দিন দিন বাড়ছে। সর্বশেষ ২০১৮ এর জুলাই থেকে ‍ডিসেম্বার মাসের মধ্যেই মোট ১৯৫টির মতো একাউন্টের তথ্য জানতে চেয়ে অনুরোধ পাঠায় ফেসবুক কতৃপক্ষের কাছে বাংলাদেশ সরকার। গত বৃহঃপতিবার নিজেদের নিয়মিত ট্রান্সপারেন্সি রিপোর্ট করে ফেসবুক। এতে তারা বিভিন্ন দেশের সরকারের তথ্য চাওয়ার চিত্র তুলে ধরা হয়। ফেসবুক প্রতি ছয় মাস পরপর এই রিপোর্ট প্রকাশ করে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বার পর্যন্ত এই ছয় মাসে ১৪৯ টি অনুরোধে ১৯৫টি একাউন্ট সম্পর্কে বাংলাদেশ সরকার নানা রকম তথ্য জানতে চাই। এগুলোর মধ্যে আইনি প্রক্রিয়ায় ১৯টি একাউন্টের তথ্য চওয়া হয়। আর ১৩০ টি অনুরোধ জরুরি বিত্তিতে করা হয়। এগুলোর ৮৮ শতাংশ ক্ষেত্রে তথ্য সরবরাহ করেছে ফেসবুক। তবে কি জানতে চাওয়া হয়েছিল সেই সব একাউন্ট সম্পর্কে এবং কি ধরনের তথ্য সরবরাহ করেছিল ফেনবুক তা রিপোর্টে বলা হয়নি। তথ্য সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.